প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি স্বপ্নে দেখেছি, যুদ্ধক্ষেত্রে রওয়ানা হচ্ছি। এমন সময় আমার ছাওয়ারিতে বাম পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বসলেন। আর ডান দিকে খুলাফায়ে রাশেদীন দাঁড়ানো। রাসূল বললেন, যদি আবু বকর শহীদ হয় তাহলে আমরা তিনজন (রাসূল, আবু বকর (রাঃ), আমি) এক কবরে। যদি উমর শহীদ হয় তাহলে আমরা তিনজন এক কবরে। উসমান (রাঃ) এর কথা বলেছেন কি না আমার স্মরণে নেই। যদি আলী শহীদ হয় তাহলে আমরা তিনজন এক কবরে। এর মধ্যেই আলি (রাঃ) রাসূলের জায়গায় বসে পড়লেন আর রাসুল আমার কোলে উঠে বসলেন। কিন্তু আমি খেয়াল করলাম রাসূলের শরীর আমার শরীরে লাগছে না। নূরের মত ওজনহীন ছিল। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আসলেই রাসূল? তিনি আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কেন তুমি কি জানো না? من رآني في المنام فقد رآني، فإن الشيطان لا يتخيل بي (জামায়াতি ইসলামী টুপি, সাদা পাঞ্জাবি পরিধানে ছিল) এরপর তিনি আরো কিছু বললেন আমাকে কিন্তু সেগুলো আমার স্বরনে নেই। এরপর আমরা যুদ্ধক্ষেত্রে গেলাম আর যুদ্ধ চলছিল। আর মনে হচ্ছিলো বিজয় আমাদেরই হবে। বিঃদ্রঃ আমার বিয়ে হয়েছে ১০ মাস। এর ব্যাখ্যা দয়া করে জানালে খুব উপকৃত হতাম।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
উক্ত স্বপ্ন দ্বারা আপনাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে যে, আপনি সর্বদা হকের উপর মজবূত থাকবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাতের উপর অটল থাকবেন।