প্রশ্ন : কি করলে নামায পড়তে মজা লাগবে ও আগ্রহ বাড়বে?
উত্তর :নিম্নোক্ত কাজগুলো করতে হবে-
১। অন্য মনস্ক না হওয়া। নামাযের প্রতি ধ্যান খেয়াল রাখা।
২। অন্য চিন্তা এলেই নামাযের দিকে খেয়াল ফিরিয়ে আনা।
৩। নামাযে যা পড়া হয় তার প্রতি গভীরভাবে লক্ষ্য রাখা।
৪। গতানুগতিকভাবে রোকনগুলো আদায় না করা। বরং ইচ্ছাকৃতভাবে আদায় করা।
৫। হক্কানী কোন আলেমের নিকট থেকে নামাযের বাস্তব প্রশিক্ষণ নিয়ে তদানুযায়ী আমল করার চেষ্টা করা।
৬। আল্লাহ তাআলার নিকট দুআ চাওয়া।
সুত্রসমূহঃ রদ্দুল মুহতার ১/৪১৭; তালীমুদ্দীন, পৃষ্ঠা ১৭৭; তাবলীগে দীন, পৃষ্ঠা ১০