প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম, মুহতারাম। সেহরি খেয়ে রোযা রাখার পর গলার ভেতর থেকে খাদ্যকনা বেরিয়ে আসতে চাইলে বা গলায় খাদ্যকনা আটকে থাকলে তা বের না করে গিলে ফেললে বা বের করতে ব্যর্থ হয়ে গিলে ফেললে কি রোযা ভেঙ্গে যাবে? মুহতারাম, দয়া করে জানাবেন। জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
গলার ভিতর থেকে পেটে চলে গেলে বা গলার ভিতর থেকে বের করে আনার পর নিয়ন্ত্রন ছাড়া পেটে চলে গেলে রোযা ভাঙবে না।–রদ্দুল মুহতার ২/৪১৪

Loading