প্রশ্ন : ১। হুজুর আওয়াবীনের নামায কত রাকাআত? সর্বনিম্ন কত রাকাআত পড়া যায়? ২। যদি মাগরিবের নফলের সাথে আওয়াবীনের নিয়ত করি এর পর আরো চার রাকাআত পড়ি তবে হবে কি?
উত্তর :১। সালাতুল আওয়াবীন সম্পর্কে দুই ধরনের রেওয়ায়েত আছে। ছয় রাকাআত ও বিশ রাকাআত। –সুনানে তিরমিজী, হাদীস নং ৪৩৫
২। হবে। আসলে মাগরিবের নামাযের পরে যে নফল নামায পড়া হয় তা-ই আওয়াবীনের নামায। চাই তাতে নফল নামাযের নিয়ত করা হোক বা আওয়াবীনের।