প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত, দয়া করে একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম। প্রশ্নটি হলো ব্যাবসায়িক লেনদেনের মাসআলা নিয়ে। আমার প্রশ্নটি মূলত ডলার ট্রান্সফার এবং এর মাধ্যমে টাকা আয়ের ব্যপারে। যেমন ৮৪ টাকা রেটে ডলার কিনে তা ৮৬ টাকা রেটে বিক্রি করা। কিন্তু আমার এই ডলার ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় করার পদ্ধতিটি বিস্তারিত বলতে চাচ্ছিলাম। আমি বিদেশে আমার এক বন্ধুর কাছে ৮৪ টাকা রেটে ১০০০ ডলার অর্থাৎ ৮৪০০০ টাকা পাঠাবো। সে আমার একটি অনলাইন ব্যাংক একাউন্টে যেমনঃ নেটেলার (neteller) একাউন্টে ১০০০ ডলার ট্রান্সফার করে দিবে। আমি বাংলাদেশে ৮৬ টাকা রেটে ১০০০ ডলার কোন ক্রেতাকে, তার উপস্থিতিতে তার অনলাইন নেটেলার একাউন্টে ট্রান্সফার করে দিবো এবং সে আমার হাতে হাতে ৮৬০০০ টাকা দিয়ে দিবে। আরেকটি বিষয় হলো, আমি আমার বিদেশে থাকা বন্ধুকে টাকাটা পাঠাবো হুন্ডির মাধ্যমে। এই লেনদেন, লেনদেনের মাধ্যমে ব্যাবসা এবং মুনাফা কি জায়েয/ হালাল হবে? এবং বাংলাদেশে, আমার কাছ থেকে ক্রয় করা ব্যক্তি এই ডলারগুলো কি কাজে ব্যবহার করবে সেটি কি আমার এই ব্যাবসা/লেনদেন হালাল/হারাম এর ব্যাপারে কোন প্রভাব ফেলবে? কারণ নেটেলারে এই ডলার মুলত নিম্নোক্ত কয়েকটি কাজে হতে পারে। ১. ওই ব্যক্তি আরো বেশী রেটে ডলার বিক্রি করতে পারে অন্য আরেকজনের কাছে। ২. জুয়া খেলার জন্য অর্থাৎ সে অনলাইনে কতগুলো ব্রোকার একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবে যেমনঃ bet365, 888 poker and forex platform । ৩. অনলাইনে বিজনেস করতে পারবেন। ৪. ইকমার্স প্রোডাক্ট কিনতে পারবেন……… ইত্যাদি । আমি যতটুকু জানি বাংলাদেশে ১ এবং ২ নং কাজে বিশেষত আইপিএল খেলা, বিপিএল ইত্যাদি খেলায় জুয়া ধরার জন্য এটি বেশী ব্যবহার হয়। জাযাকাল্লাহ খাইরন।
উত্তর :তানকীহ (প্রশ্ন স্পষ্টকরণ):
ওয়া আলাইকুমুস সালাম
আপনার উপরোক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিম্নোক্ত বিষয় জানা প্রয়োজন-
১। এটা কি ফরেক্স ট্রেডিং?
২। আচ্ছা আপনার একাউন্টে যখন ডলার আসল, আপনি কি তা কারো নিকট বিক্রি ব্যতীত নগদে উত্তোলন করতে পারবেন? যেমন ব্যাংক একাউন্টে যে টাকা রাখা হয় তা যে কোন সময় উত্তোলন করা যায়। ডলারের ক্ষেত্রে কি এমন হয়? আমার জানা মতে এই ডলার একাউন্টের মাধ্যমে হাত বদল হতে থাকে। কিন্তু কেউ তা কারো নিকট বিক্রি ব্যতীত হস্তগত করতে পারে না। অর্থাৎ যাদের নিকট ডলার দিয়ে একাউন্টে ডলার ক্রেডিট করা হয় তারা এ ডলার গ্রাহককে কখনো নগদে ফেরত দেয় না। বরং তা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হতে থাকে।
বিষয়টি দলীলসহ জানানোর পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।
তানকীহের জবাবঃ
আসসালামু আলাইকুম হযরত, অনেক ধন্যবাদ আমার প্রশ্নটি দেখার জন্য।
জনাব,
১. আমার ব্যবসাটা সম্পুর্ণ ফরেক্স ট্রেডিং নয়। কিছুটা মিল আছে।
২. আর নেটেলার অনলাইন ব্যাংকটি থেকে তাদেরই নিজস্ব ডেভিট ক্রেডিট কার্ড দেয়া হয়, যা দ্বারা নেটেলার একাউন্ট থেকে টাকা তোলা যায়। কিন্তু এটি শুধু কয়েকটি দেশে ব্যাবহার করা যায়। আমাদের দেশে সম্ভব নয়। তাই আমি বাংলাদেশে কারো নিকট বিক্রি ব্যতীত ডলার কোনভাবে তুলতে পারবো না। তা আমাদের দেশে বেশীরভাগ ক্ষেত্রে বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হতে থাকে অথবা জুয়া খেলার জন্য অর্থাৎ অনলাইনে কতগুলো ব্রোকার একাউন্টে টাকা ডিপোজিট হয় যেমনঃ bet365, 888 poker and forex platform।
মূল উত্তরঃ না, এ ব্যবসা জায়েয নয়। এটা এক প্রকার জুয়া। এক্ষেত্রে পণ্য (ডলার) কখনো হস্তগত হয় না। তাই এই লেনদেনের উপর বেচা/কেনা শব্দটি প্রয়োগ হয় না। বরং অনলাইন একাউন্টে ফান্ড ট্রান্সফার হতে হতে সর্বশেষ জুয়াড়িদের হস্তগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পণ্য হস্তগত হওয়ার পূর্বে তাতে কোন হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন।
তাছাড়া উক্ত পদ্ধতিটি দেশীয় আইন পরিপন্থী।–সহীহুল বুখারী, হাদীস নং ২১৩৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৫০৫