প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্নগুলো হলো: ১। আমার বাসা চাঁদপুর। চাকুরীর সুবাদে ঢাকা থাকি। বাড়ি যখন আসা যাওয়া হয় এর মাঝখানের পথ সফরই তো না? নামায কসর আদায় করবো? ২। সফর পথে নফল নামায কি পড়া যাবে? আর সুন্নাত কি সুবিধা হলে পড়বে? না হয় পড়বে না? ৩। দাড়ি বিহীন ব্যক্তিকে কি সালাম দেওয়া ঠিক না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, ঢাকা-চাঁদপুরের দুরত্ব কমপক্ষে ৪৮ মাইল হলে কসর করবেন।– রদ্দুল মুহতার ২/১২১-১২৩,ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯
২। হ্যাঁ, নফল নামায পড়া যাবে। মুসাফির ব্যস্ততা বা তাড়াহুড়ার সময় ফজরের সুন্নাত ব্যতীত অন্য সুন্নাত ছাড়তে পারবে। যেমন-সুন্নাত পড়লে সফরের সাথীদের পিছে পড়ে যাবে বা গাড়ি না পাওয়ার আশংকা রয়েছে বা অন্য কোন ক্ষতি হতে পরে। এমতাবস্থায় সুন্নাতকে ছেড়ে দিবে। বড় ওযরের ক্ষেত্রে ফজরের সুন্নাতও ছেড়ে দিতে পারে। তবে কোন ব্যস্ততা না থাকলে সুন্নাত পড়ে নিবে। যেমন-কোথাও সফর করে ৮/১০দিনের জন্য বেড়াতে গেল অথবা গাড়ি ছাড়তে অনেক দেরি হবে অথবা সুন্নাত পড়লে সাথীদের থেকে বিচ্ছিন্ন হবে না। এমতাবস্থায় সুন্নাত পড়ে নিবে। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে সুন্নাত পড়তেন।-জামে তিরমিজী, হাদীস নং ৫৫১, আদ্দুররুল মুখতার ২/১৩১, ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯
৩। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1690

Loading