প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। টুপি পড়ে কি ঘুমানো যাবে? ২। অনেক সময় রাস্তার উপর আরবী লেখাযুক্ত বিস্কুট, পাউরুটি,কেকের খালি প্যাকেট পড়ে থাকে। এই প্যাকেটগুলো কি করা উচিত? ৩। আল্লাহর পরিচয় বোঝা যাবে এমন কয়েকটি উদাহরন দিলে উপকৃত হতাম।
উত্তর :১। সমস্যা নেই।
২। যদি সেগুলোতে আল্লাহ, রাসূল বা ফেরেশতাদের নাম থাকে তবে তা হেফাজত করবে যাতে তাদের বেহুরমতী বা অসন্মান না হয়। শুধুমাত্র নাম সম্বলিত অংশটুকু পরিষ্কার পানিতে ফেলে দিয়ে বা মাটিতে দাফন করে অথবা (সংরক্ষনের নিয়তে) আগুনে পুড়িয়ে ফেলে তা হেফাজত করা যেতে পারে। তবে এগুলোতে সাধারনত এধরনের কিছু লিখা থাকে না।
৩। সবকিছুই তো আল্লাহ তাআলার পরিচয় বহন করে। আপনি মাওলানা আহমাদ শফী সাহেবের “হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব” নামক কিতাবটি দেখতে পারেন। সেখানে এ ধরনের বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে।