প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, সেদিন আমার ফজরের নামায পড়তে দেরি হয়ে গিয়েছিল, তাই নামাযে দাড়িয়ে মনে করেছিলাম যে, হয়তো দু-এক মিনিট সময় বাকী আছে সূর্যোদয় হতে। কিন্তু নামায শেষ করে দেখলাম, যে সময়টায় আমি নামাযে দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময়টা-ই ছিল সূর্যোদয়ের সময়। আমি জানি যে এ সময়ে নামায পড়লে শিরকী গুনা হয়। তবুও আমি পড়েছি এই ভেবে যে – হয়তো দুই-এক মিনিট সময় বাকী আছে। মুহতারাম, এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে- উপরোল্লিখিত সময়ে নামায পড়ে আমি যে অন্যায় করেছি তার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবার উপায় বা বিধান কি? জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
সূর্যোদয়ের এক মিনিট সময় বাকী থাকলে আপনার নামায শুরু করা উচিত হয়নি। কেননা এর ভিতরে নামায শেষ করা সম্ভব নয়। যদি না জেনে ভুলে শুরু করে থাকেন তবে কোন গুনাহ হবে না। আর ইচ্ছাকৃত শুরু করে থাকলে তা জায়েয হয়নি। আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন এবং ঐ নামায ক্বাযা করে নিবেন।–সুনানে তিরমিজী, হাদীস নং ১০৩০; তাবয়ীনুল হাকায়েক ১/২২৮

Loading