প্রশ্ন : হযরত, মেয়ে সন্তান বা ছেলে সন্তান যদি দুই বছরের পরও স্তনের দুধ পান ছাড়তে না চায় এবং এতে সন্তানের মা যদি বাধ্য হয়ে পান করায় এতে কি সন্তানটির মা গুনাহগার হবে? সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত ছেলে/মেয়েকে স্তনের দুধ পান করানো যাবে?
উত্তর :দুই বছরের বেশী সন্তানকে দুধ পান করানো জায়েয নেই। দুধ ছাড়ানো বিষয়টি সম্পূর্ণ মায়ের মানসিকতার উপর নির্ভর করে। সময় ঘনিয়ে এলে মা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। যেমন স্তনে নিম বা এজাতীয় তিতা কোন কিছু লেপে দিলে সহজেই দুধ ছাড়ানো যায়। আমরাও তো একাধিক সন্তানকে এভাবেই দুধ ছাড়িয়েছি। এখন পিতা মাতার মানসিকতাই যদি তৈরি না হয় তবে এবং তারাই সময় বাড়ানোর বাহানা খুঁজে তবে কে তাদেরকে দুধ ছাড়িয়ে দিবে।–সূরা বাকারাহ, আয়াত ২৩৩; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৫০