প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) তিন তাসবীহতে কালিমায়ে সুওম আলাদা আলাদা (যেমন: সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০, লা-ইলাহা ইল্লাল্লাহ ১০০বার) পড়া যাবে? ২) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক আলিফ করে যে টান আছে, টান যদি না দিয়ে পড়ি তাতে কোন সমস্যা হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, আলাদা আলাদা পড়লেও ফজীলাত পাওয়া যাবে ইংশাআল্লাহ।-সহীহ মুসলিম, হাদীস নং ৫৭২৪; ফাতহুল বারী ১১/২০৭
২। টান দিয়েই পড়া উচিত এবং তা উত্তম। তবে পড়তে পড়তে কখনো তা ছুটে গেলে সমস্যা হবে না।–ইমদাদুল আহকাম ১/৩৩৫

Loading