প্রশ্ন : আস-সালামু আলাইকুম আমি হজ্জের সময় মক্কায় ত্রিশ দিন থাকলাম। আমার কতগুলো তাওয়াফ করা উচিৎ। আর পঞ্চাশ টি তাওয়াফের আলাদা কোন ফযীলত আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
নফল তাওয়াফের নির্দিষ্ট কোন সীমা নেই। বরং নিজ সুবিধা ও সাধ্য অনুযায়ী যত ইচ্ছা করতে পারেন।
আর উল্লেখিত ফযীলতটি হাদীস শরীফে রয়েছে-
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم من طاف بالبيت خمسين مرة خرج من ذنوبه كيوم ولدته أمه
অর্থঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পঞ্চাশ বার বাইতুল্লাহ এর তাওয়াফ করবে সে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে ঐ দিনের ন্যয় তার গুনাহ থেকে পবিত্র হবে।–সুনানে তিরমিজী, হাদীস নং ৮৬৬

Loading