سؤال : আসসালামু আলাইকুম। আমার বন্ধু তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর এক হুজুর থেকে লিখিত ফতোয়া আনে তারা বলে আপনার ১ তালাক হইছে। তারপর সে আবার সংসার শুরু করে। তাদের একজন সারে তিন বছরের আরেকটা দের বছরের বাচ্চা আছে।এর একমাস পর সে আরেকজন হুজুর থেকে জানতে পারে তার স্ত্রী তার থেকে বিচ্ছেদ হয়ে গেছে এবং তারা অবৈধ সংসার করতেছে। বাকি দুইমাস তারা একঘরেই ছিলো কিন্তু সহবাস ছাড়া বাকি সব কিছু স্বাভাবিক নিয়মেই সংসার চলছিলো। এখন অন্য একজনকে হালালাহ এর উদ্দেশ্য না জানিয়ে বিয়ে দেয়া হয় এবং কিছুদিন পর তার কাছ থেকে বুঝিয়ে খোলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটানো যায় তাহলেকি প্রথম স্বামীর জন্য স্ত্রী বৈধ হবে?এখন আমার প্রশ্ন হলো-(ক) ইদ্দতের মাঝে যে তারা সংসার করলো সেটাকি ইদ্দতের সমস্যা হইছে। নাকি সংসার করাটা আলাদা গুনাহ। (খ) দ্বিতীয় স্বামী থেকে বুঝিয়ে তার কাছ থেকে খোলা তালাক আনলে প্রথম স্বামী বৈধ হবে।(গ) আর যদি প্রথম ফতোয়ার উপর নির্ভর করে সংসার করলে কি জায়েজ হবে।হুজুরে নিকট আকুল আবেদন এই সংসারটা বাচানোর জন্য কি করা যায় সে বিষয়ে একটা সহজ রাস্তা বের করে দিবেন।আর লিখিত ফতোয়া কিভাবে আনবো সে বিষয়ে একটু সাহায্য করবেন।

جواب :

عفوا، هذه المدخلة موجودة فقط في البنغالية.