প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি আমার দেয়া কোনাবাড়ী থেকে মুন্সিগঞ্জ গেলে কসর পড়বো কি? এর উত্তর পেয়েছি। আল্লাহ তা’য়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। হযরত আর একটু কষ্ট দেই। তা হচ্ছে আমি বেশির ভাগ সময় কোনাবাড়ী থেকে বাড়ীতে গিয়ে পূর্ণ নামাজ ই পড়েছি। কিন্তু মাঝে মাঝে যখন রাস্তায় পড়েছি তখন বেশ কয়েকবার সন্দেহের কারণে কসর পড়েছি। প্রশ্ন হচ্ছে এগুলোর ব্যাপারে এখন কি করবো আর কত ওয়াক্ত তা কিভাবে নির্ধারণ করবো জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রবল ধারণার ভিত্তিতে আপনি উক্ত নামাযগুলোর ক্বাযা আদায় করে নিবেন এবং খালেছ ভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করে নিবেন।–তাবয়ীনুল হাকায়েক ১/৫০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯
এ প্রশ্নোত্তরটি বিস্তারিত দেখার জন্য এই লিঙ্কটি দেখুন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1194

Loading