নাম – মুহাম্মাদ আবুল হুসাইন। পিতা – মুহাম্মাদ জাহিদুর রহমান। তিনি ১৯৮৪ সালে ১০ই এপ্রিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হন । তিনি পর্যায়ক্রমে ২০০০ ইং ও ২০০২ ইং সনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অত্যন্ত সুনামের সাথে কৃতকার্য লাভ করেন। অতঃপর তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ পরিসখ্যান বিভাগে বি, এ অনার্সে ভর্তি হন। এর মধ্যে হযরত মাওলানা মুফতী মনসূরুল হক সাহেব (দাঃবাঃ)এর সাথে তার সম্পর্ক গড়ে উঠে। তার সংস্পর্শে আসার সাথে সাথে তার এলেমের প্রতি সীমাহীন আগ্রহ সৃষ্টি হয়। অতঃপর জীবনের ধারা পাল্টে যায়। বিশ্ববিদ্যালয়ে মাত্র এক সেমিস্টার শেষ করেই তিনি সাধারণ শিক্ষা ত্যাগ করে কওমি মাদ্রাসায় ভর্তি হন। প্রথমে তিনি মিরপুর পল্লবীতে অবস্থিত মাদ্রাসা দারুর রাশাদ এ ভর্তি হন। সেখানে এক বছর লেখাপড়া করার পর মোহাম্মাদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় ভর্তি হন। সেখান থেকে অত্যন্ত সুনামের সাথে ২০০৯ সনে দাওরায়ে হাদীস (মাষ্টার্স) সম্পন্ন করেন। এর পর তিনি অত্র জামেআতেই ইসলামী আইন তথা আল-ফিকহুল ইসলামী এর উপর দুই বছর পড়াশোনা করে মুফতী সনদ অর্জন করেন। অতঃপর অত্র জামেআতেই উলূমুল হাদীস তথা উচ্চতর হাদীস গবেষনাতে দুই বছর অধ্যয়ন করে অত্যন্ত সুনামের সাথে কৃতকার্য হন।
শিক্ষা জীবন
সাধারন
এস.এস.সি শহীদ স্মৃতি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রাজশাহী
শাখা বিজ্ঞান
ফলাফল প্রথম বিভাগ (২০০০ ইং)
বোর্ড রাজশাহী
এইচ.এস.সি রাজশাহী নিউ ডিগ্রী কলেজ,রাজশাহী
শাখা বিজ্ঞান
ফলাফল প্রথম বিভাগ (২০০২ ইং)
বোর্ড রাজশাহী
সন্মান শাহজালাল বিশ্ববিদ্যালয় (অসমাপ্ত )
বিভাগ পরিসংখ্যাণ (২০০৩)
ক্বওমী (মাদরাসা)
দাওরায়ে হাদীছ (মাষ্টার্স)
ফলাফল প্রথম বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া (আলী এন্ড নূর রিয়েল এস্টেট), মুহাম্মদপুর, ঢাকা।
ইসলামী আইন অনুষদ (ইফতা (
দুই বছর কোর্স
ফলাফল প্রথম বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া (আলী এন্ড নূর রিয়েল এস্টেট), মুহাম্মদপুর, ঢাকা।
উচ্চতর হাদীস গবেষনা (উলূমুল হাদীস)
দুই বছর কোর্স
ফলাফল প্রথম বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া (আলী এন্ড নূর রিয়েল এস্টেট), মুহাম্মদপুর, ঢাকা।
অভিজ্ঞতা (খিদমত)
১। প্রধান মুফতী ও মুহাদ্দিস
আল জামিআতুল ইসলামিয়া শামুকখোলা ক্বওমী মাদ্রাসা, নড়াইল।
সালঃ মে, ২০১৩ – মে, ২০১৫ ইং
খতীব
আল জামিআতুল ইসলামিয়া মাদ্রাসা মসজিদ, নড়াইল।
সালঃ মে, ২০১৩ – মে, ২০১৫ ইং
২। শাইখুল হাদীস ও মুফতী
আল জামিআতুল ইসলামিয়া আজীজিয়া শামসুল উলূম চন্দ্রদিঘলিয়া মাদরাসা, গোপালগঞ্জ
সালঃ ২০১৫- ২০১৯ ইং
৩। সিনিয়র মুহাদ্দিস
জামিআ ইমদাদিয়া, মিরপুর ঢাকা
সালঃ ২০১৯ ইং- চলমান
৪। পরিচালক
মারকাযুস সুন্নাহ আল-মানসূরিয়া, আগারগাও, ঢাকা।
একটি উচ্চতর ইলমী প্রতিষ্ঠান।
সালঃ ২০১৭ ইং- চলমান